বিড়ালের বমি হলে করণীয়

বিড়ালের বমি হলে করণীয় কি ? - আপনি যদি এক দিন সকালে হঠাৎ খেয়াল করেন আপনার বিড়াল বমি করছে। তখন আপনা চিন্তা বেড়ে যায় । তখন আপনি চিন্তার পড়ে যানতে চান বিড়াল কেন বমি করছে। তাই শেষে আপনি কোন উপায় না পেয়ে হতাস হয়ে যায় । তাই আপনা জন্য সাজানো হয়েছে আজকের পোষ্ট বিড়ালের বমি হলে করণীয়।

বিড়ালের বমি হলে করণীয়


বিড়ালের বমি হলে করণীয়

বিড়ালের বমি হবা একটা লক্ষণিক ব্যাপার। তাই বিড়ালের বমি হলে আমাদের খেয়াল রাখতে হবে । কারণ বিড়ালের বমি হলে জটিল রোগের কারণ হতে পারে। তাই বার বার বমি হলে পশুচিকিৎসকের কাছে পরামার্শ নিতে হবে।

তার আগে আপনার জানতে হবে কি করণে বিড়াল বমি করে । বিড়ালে বিভিন্ন কারণে বমি হলে । তবে যখন বমি হবে আপনার বিড়াল কে  চোখে চোখে রাখতে হবে । যদি ও বিড়াল মাঝে মাখে  দুই এক বার বমি করে । আবার বমি করা কিছু সময় পর আবার ঠিক ঠাক চলা ফেলা করছে । আবার আগের মত খেলা ধুলা করছে । তবে আপনার চিন্তা করা কোন করণ নেই । কারণ বিড়ালদের সামান্য কিছু কারণে মাঝে মাঝে দুই এক বার বমি হয়ে থাকে । তাই আগে আপনা দেখতে হবে, বিড়াল কি অস্বাভাবিক কারণে বমি করছে নাকি স্বাভাবিক করণে বমি করছে। তাই আগে আপনা যানতে হবে বিড়াল কেন বমি করে।

বিড়াল যে কারণে বমি করে

বিড়াল বেশ কিছু কারণে বমি করে । তাই বমি হলে সতর্ক থাকতে হবে । আর দ্রুত ব্যাবস্থা নিতে হবে।
তবে আগে জেনে নেবা যায় বিড়াল কেন বমি করে।


  • বিড়াল বিশাক্ত কিছু খেয়ে ফেললে বমি করে থাকে । তাই আপনা আদরের বিড়াল কে বাইরে ঘোরা ঘুরি করতে দিলে ও একটু চোখে চোখে রাখতে হবে।

  • বিড়াল যদি অতিরিক্ত খায় তবে বমি করে ।

  • বিড়াল যদি একটু বেশি খাবার পর খেলা ধুলা করে তবে বমি হতে পারে।

  • বিড়ালের যদি হঠাৎ খাবারের পরিবর্ত করা হয় তবে বমি করে থাকে । আর পরিবর্তন করা খাবার অনেক সময় সহ্য করতে পারে না । তাই বিড়াল কে খাবার পরিবর্তন করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে।

  • বিড়াল অনেক সময় খেলনা খেয়ে ফেলে যে কারণে তার পেটে অসহ্য হয় । তাই বমি করে থাকে ।

  • বিড়াল নিজের শরির চাটার সময় নিজের পশম খেয়ে ফেলে । তখন সেই পশন পেটে জমাট বাধে । তাই বিড়াল সেই পশম বের করার জন্য বমি করে।

  • পেটে বিভিন্ন ভাইরাস জনিত কারণে বিড়াল বমি করে থাকে। আর এমন হবে দ্রুত ডাক্টারের কাছে নিয়ে যেতে হবে ।

  • অনেক সময় আমার বিড়াল কে অন্যন্য কারণে ঔষুধ দিয়ে থাকে । এই সকল ওষুধের প্রভাবে বিড়াল বমি হয়ে থাকে।

  • বিড়ালের পেটে মানে কিডনি, রিভার ইত্যাদি তে কোন রোগের সংক্রমণ দেখা দিলে বিড়াল বমি করে থাকে।


বমি হলে করণীয়

বিড়াল কেন বমি করে তার কিছু কারণ আমার সম্পর্কে আলোচনা করেছি । তার ভিতরে ছিল অস্বাভাবিক আর কিছু ছিল অস্বাভাবিক কারণ । বিড়াল তার জীবন চক্রে বেশ কিছু স্বাভাবিক কারণে বমি করে । কিন্ত অস্বাভাবিক করণে বমি করলে আমাদের খেয়াল রাখতে হবে আর দ্রুত সারিয়ে তোলা ব্যবস্থা করতে হবে। স্বাভাবিক দুই এক বার বমি হলে ভয় এর বিষয় টা এড়িয়ে যেতে হবে ।
তবে যদি আপনি দেখেন বিড়াল রক্ত বমি করছে। আর বমি সাথে সাদা ফেনার মত বমি হলে নিচের কাজ গুলো করতে পারেন:

  • বিড়াল যদি অস্বাভাবিক কারণে ২৪ ঘন্টার বেশি বমি করে থাকে। তবে আপনার আর কাল বিলম্ব করা যাবে না। আপনার দ্রুত ব্যবস্থা নিতে হবে । তাই দ্রুত ডাক্টারের পরমার্শ নিতে হবে।

  • বিড়ালের বার বার বমি বা পেটের যে কোন সমস্যার জন্য ঘাস খাবাতে হবে । ঘাস খেলে বমি সহ বিভিন্ন রোগ ভালো হয়।

  • বমি হলে অনেক সময় বিড়াল কে কিছু খেতে দিলে হবে না । 

  • বিড়াল যদি বমি করে তবে তাকে ২ ঘন্টা পর পর পানি খাবাতে হবে ।

  • বমি হবা কিছু সময় পর বিড়াল কে নরম খাবার খাইতে দিতে হবে ।

  • বমি হবার পার নরম খাবার যেমন: আলু সিদ্ধ বা মুরগির মাংস রান্না করে খাবাতে হবে।

  • বিড়ালের বমি জন্য বেশ কিছু ওষুধ পাবা যায় বাজারে । আপনি চাইলে সে গুলো ব্যবহার করতে পারেন।
  • বিড়াল বমি করলে তা কে দুই ঘন্টা পর পর পানির সাথে স্যালাইন খেতে দিতে হবে।

শেষ কথা

আমি আশা করি এই কাজ গুলো করছে আপনা বিড়ালে বমি বন্ধ হয়ে যাবে। তবে আমি বার বার করে বলবো ২৪ ঘন্টা উর্ধ্বে সমস্যা হলে এক জন ডাক্টারের সাথে কথা বলতে হবে । আর তার নির্দেশনা অনুযায়ি কাজ করতে হবে।

আমার এই পোষ্ট টা যদি পড়ে আপনা কোন উপকার হয় । তবে আপনি আপনার মূল্যবান কমেন্ট করে সহযোগিতা করতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url