বিড়ালের সর্দি হলে করণীয়

বিড়ালের সর্দি হলে করণীয় - বিড়ালের একটি সুপরিচিত রোগ হলো সর্দি কাশি । ঋতু পরিবর্তনের সময় এই রোগটি বেশি দেখা যায়। বিশেষ করে শীতের সময় বিড়ালদের বিভিন্ন রোগ আক্রমণ করে। শীতের সময় ভাইরাস জনিত রোগ সহ সর্দি কাশি দেখা দেয়। তাই আজকের সাজানো হয়েছে বিড়ালের সর্দি হলে করণীয় সম্পর্কে।

বিড়ালের সর্দি হলে করণীয়


বিড়ালের সর্দি হলে করণীয়

বিড়ালের জ্বর, সর্দি, কাশি জনিত এই রোগটি কে Cat Flu বলে । বিশেষ করে বাচ্চা বিড়ালদের সর্দির প্রবণতা বেশি থাকে।বড় বিড়ালদের হয় কিন্তু সব সময় বোঝা যায় না। কারণ তাদের রোগ প্রতিরোক্ষ ক্ষমতা বেশি। তবে সর্দি বিড়ালের জন্য মারাত্মক ক্ষতি। তাই বিড়ালের সর্দি হলে যথার্থ ব্যবস্থা নিতে হবে। তবে আগে নিশ্চিত হতে হবে আসলে সর্দি হয়েছে কিনা। তাই বিড়ালের সর্দি কাশি হলে বেশ কিছু লক্ষণ প্রকাশ করা। সেগুলো দেখে নিশ্চিত হতে হবে।


বিড়ালের সর্দি কাশির লক্ষণ

বিড়ালের সর্দি কাশি হলে বেশ কিছু লক্ষণ প্রকাশ করে থাকে। এ লক্ষণ গুলো প্রতিটা বিড়াল মালিকের জানা একান্ত দরকার। কারণ বর্তমান সময় প্রতিটা মানুষ বিড়ালকে অনেক শখ করে পালন করে।তাই এ বিষয়গুলো জানা না থাকলে আদরের বিড়ালের যেকোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে ।
তাই আপনি যদি সতর্ক হতে চান তাহলে নিচের লক্ষণ গুলো জেনে নিন।

  • সর্দি কাশি হলে বিড়াল নড়াচড়া করে করতে চায় না।
  • বিড়ালের মানুষের মত সর্দি কাশি হয়ে ।
  • বিড়াল সারা দিন শুয়ে থাকে ।
  • বিড়াল খেলা করে না অস্বাভাবিক ভাবে সারা দিন কাটায় ।
  • সর্দির কারণে নাকে দিয়ে সর্দি আসে।
  • সর্দির জন্য বিড়াল নাক দিয়ে নিশ্বাস নেয় ।
  • বিড়াল স্বাভাবিক আওয়াজে ডাকে না ।
  • বিড়ালের শরিরে হাত দিলে আপনি দেখতে পাবেন জ্বর আসছে।
  • বিড়াল খাবার প্রতি অরুচি দেখায়, কিছু খেতে চাই না ।


সর্দি হলে করণীয়

আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন আপনার বিড়ালকে সর্দি আক্রমণ করেছে । তবে দ্রুত আপনার বিড়ালকে আলাদা করে ফেলতে হবে। তাকে একটি উষ্ণ জায়গায় রাখতে হবে। সর্দির কারণে যদি জ্বর জ্বর অনুভূতি হয় তবে তার গায়ে কিছু দিয়ে দিতে হবে। যদি সর্দি কাশির কারণে বিড়াল কিছু না খেতে চায় তবে তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। বিড়ালের নাকের সর্দি কটনবাড পরিষ্কার করতে হবে।বিড়ালকে পুষ্টিকর খাবার দিতে হবে। জ্বর সর্দি কাশি হলে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই তাকে পানি খাওয়াতে হবে।

বাড়িতে এধরনের কাজগুলো করলে আশা করা যায় বিড়ালের সর্দি ঠিক হয়ে যাবে।তবে খেয়াল রাখতে হবে যদি এক সপ্তাহের বেশি সর্দি থাকে। তবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url