স্যামসাং কাস্টমার কেয়ার নাম্বার ২০২৪ | Samsunge কাস্টমার কেয়ার নাম্বার bd

ইলেকট্রনিক বা অ্যান্ড্রয়েড এর কথা হলে সবার আগে আসে স্যামসাং। ১৯৩৮ সালে ১ মার্চ প্রতিষ্ঠিত হয় স্যামসাং কোম্পানি। ইলেকট্রনিক শিল্প জগতের যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। বর্তমান বিশ্বের সব থেকে বেশি বিক্রিত মোবাইল হল স্যামসাং কোম্পানির ফোন । বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ও মোবাইল কোম্পানি হল স্যামসাং । তাই আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় স্যামসাং কাস্টমার কেয়ার নাম্বার । তাই আজ আলোচনা করব স্যামসাং কাস্টমার কেয়ার নাম্বার নিয়ে । 



স্যামসাং কাস্টমার কেয়ার নাম্বার 

বাড়ি বসে আপনি স্যামসাং কাস্টমার কেয়ারের সাথে দুইভাবে যোগাযোগ করতে পারবেন। এক অফলাইন আর দুই অনলাইন।
অফলাইন যোগাযোগ করার জন্য স্যামসাংস দুইটি নাম্বার প্রোভাইড করে থাকে।
যার ভিতরে একটি নাম্বার ব্যবহার করে বাংলাদেশ থেকে কল দিলে কোন খরচ হবে না।
আরেকটি নাম্বার ব্যবহার করে বিশ্বের যে কোন দেশ থেকে বাংলাদেশ স্যামসাং কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন । কিন্তু আপনার সিমে অবশ্যই টাকা থাকতে হবে।

নাম্বার দুটি রাত দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তাই আপনি যেকোনো সময় কাস্টমার কেয়ার এর সাথে কথা বলতে পারবেন।

আর একট অনলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে। যেটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে দিন ৯টা থেকে রাত ৬ টা পর্যন্ত প্রতিদিন যোগাযোগ করতে পারবে।

তবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক স্যামসাং মোবাইল কাস্টমার কেয়ার নাম্বার ।

স্যামসাং মোবাইল কাস্টমার কেয়ার - নাম্বার দুটি হলো 08000 300 300 এবং  +88 09612 300 300 ।

08000 300 300 নাম্বারটি বাংলাদেশি গ্রাহক দের জন্য ।  এই নাম্বারে বাংলাদেশ থেকে লোকাল যে কোন নাম্বার কল দিতে পারবে । আর এই নাম্বারে কল দিলে কোন টাকা খরচ হবে না । কারণ স্যামসাং কোম্পানি কল ফ্রি করে দেসে। 

+88 09612 300 300 এই নাম্বার স্যামসাং এর বিদেশি গ্রাহক মানে বাংলাদেশের বাইরে যারা থাকে আছে। অনেক গ্রাহক আছে যারা দেশের বাইরে কাজ করে । কিন্তু বাড়ির জন্য স্যামসাং এর জিনিস কিনতে চাই । তাই কেনার আগে স্যামসাং এর সুবিধা অসুবিধা শুনতে চাই ।
তাদের জন্য স্যামসাং এই নাম্বার টা দিয়ে থাকে । আর  এই  নাম্বারের মাধ্যমে কথা বলতে হলে আপনার সিমে অবশ্যই টাকা থাকতে হবে।

স্যামসাং কাস্টমার কেয়ার - অনলাইন নাম্বার হলো +8808000300300 । এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে । আপনি চাই আপনার  কন্টাক্ট লিষ্টে সেভ করতে পারবেন । আর সরাসরি যোগ হতে পারেন হোয়াটসঅ্যাপ এই লিংকে ক্লিক করে । whatsapp link
আপনি যদি হোয়াটঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে চান । তবে আপনার বাংলাদেশ টাইম ৯টা থেকে রাত ৬ টা মধ্যে কল করতে হবে। আর যদি একান্ত জরুরি কথা বলা দরকার হয় তবে আপনি উপরে দেবা নাম্বার ব্যাবহার করতে পারেন।

শেষ কথা 

আমার সাথে থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের সকল বিষষ গভীর থেকে তথ্য দেবার চেষ্টা করি । তাই আপনি যদি আমার পোষ্ট পড়ে উপকারিত হয়ে থাকেন। তবে আপনার মূল্যবান কমেন্ড করে আমাদের সহযোগিতা করতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url