ফেসবুক গ্রুপে স্বাগতম পোস্ট - গ্রুপ ওয়েলকাম পোস্ট

বর্তমান সময় আমরা আনন্দ, বিনোদন, শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি। আবার আমরা তো অনেকেই আছি বিনোদনের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি। পুরো পৃথিবী জুড়ে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। কিন্তু পৃথিবীর সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুক নাম তার সাথে পরিচিত না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। আর ফেসবুকের একটি অংশ হলো ফেসবুক গ্রুপ।

ফেসবুক গ্রুপে স্বাগতম পোস্ট  -  গ্রুপ ওয়েলকাম পোস্ট


ফেসবুক গ্রুপ আমরা সবাই আলাদা আলাদা কারণে ব্যবহার করি।যারা ফেসবুক গ্রুপ তৈরি করে তারা হয়তো টাকা ইনকাম বা মানুষকে তথ্য দেওয়ার জন্য তৈরি করি। আবার আমরা যারা ফেসবুক গ্রুপে যোগদান করি। তারা বিভিন্ন তথ্য আড্ডা দেওয়ার জন্যগ্রুপে  যায় । কিন্তু আমরা যারা গ্রুপ তৈরি করি ইনকামের উদ্দেশ্যে।তাদের গ্রুপ পরিচালনা করার জন্য অনেক সতর্ক থাকতে হয়।কারণ তখন আমাদের গ্রুপ মেম্বারদের প্রয়োজন হয় বেশি।তাই গ্রুপ মেম্বারদের আকর্ষণ বাড়ানোর জন্য মাঝে মাঝে স্বাগতম পোষ্ট দিতে হয়। আর  নতুন মেম্বারদের স্বাগতম জানালে তারা আমাদের গ্রুপের প্রতি আগ্রহ হয় বেশি। 

আমরা ফেসবুক গ্রুপ খুলে থাকি মেম্বার বাড়ানোর জন্য। কারণ মেম্বারদের ব্যবহার করে আমরা সহজে ইনকাম করতে পারি।আর ফেসবুক বিশ্বের ভিতরে সব থেকে বড় সোশ্যাল মিডিয়া হয় তার মেম্বার সংখ্যা খুব বেশি।আর ফেসবুকে মেম্বার খুব বেশি একটিভ হয়। তাই যে কোন পোস্ট করার সাথে সাথে তাদের কাছে পৌঁছায়।


ফেসবুক গ্রুপে স্বাগতম পোস্ট

তবে আগে জেনে নেওয়া যাক স্বাগতম পোস্ট কি? এবং কেন জানাবো?
স্বাগতম পোস্ট হচ্ছে একজন মেম্বারকে ট্যাগ করে পোস্ট করা। গ্রুপে যখন সে মেম্বারটি প্রবেশ করবে সে দেখতে পাবে তাকে স্বাগতম জানানো হয়েছে। অনেকেই হয়তো স্বাগতম পোস্ট সম্পর্কে পরিচিত। কিন্তু আমি বলতে পারি বেশিরভাগ লোক জানে না।

গ্রুপ ওয়েলকাম পোস্ট -কেন জানবো ?

ফেসবুক স্বাগতম পোস্ট খুব সাধারণ জিনিস। কিন্তু এর উপকার অনেক বেশি যেটা সবাই জানে না। 
একজন মেম্বারকে যখন আপনি স্বাগতম করবেন তখন সে বুঝবে এই গ্রুপে তার মূল্য আছে।তার এই গ্রুপের প্রতি আগ্রহ টা একটু বেশি হবে।যখনই তার আগ্রহ বাড়বে তখন সে তার অন্য বন্ধুদের আপনার গ্রুপে জয়েন করাবে।এতে আপনার গ্রুপের মেম্বারের সংখ্যা অনেক বেড়ে যাবে।আর অন্য গ্রুপের মালিক কখনো স্বাগতম পোস্ট করে না তাই সদস্যরা স্বাগতম পোস্ট এর সাথে খুব বেশি পরিচিত না।তাই আপনি যখন তাকে স্বাগতম জানাবেন সে বুঝবে তার মূল্য কতটা।তখন সেই মেম্বার আপনার প্রতি দুর্বল হয়ে যাবে।আর তখন সেই দুর্বলতা কাজে লাগিয়ে আপনি আপনার গ্রুপের সকল কার্যক্রম সহজ চালাতে পারবেন। 

আর আপনার গ্রুপটি যদি শিক্ষণীয় বিষয় হয়ে থাকে। তবে আপনার মেম্বার গুলো বেশিরভাগ ছাত্র ছাত্রী হবে। আর ছাত্র ছাত্রীরা সব সময় তথ্য কালেকশন করতে আসে।তাই আপনি তাদের স্বাগতম বার্তার সাথে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেন। তবে তারা গ্রুপের সাথে বেশি জড়িয়ে যাবে। কারণ ছাত্র-ছাত্রীরা চাই শুধু তথ্য এবং জ্ঞান।

আর আপনার গ্রুপ যদি হয় ইনকাম রিলেটিভ।তবে তাদের এই ইনকাম সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন স্বাগতম পোস্টের সাথে। এর ফলে সে বুঝতে পারবে এই গ্রুপে থাকলে তার উপকারটা বেশি হবে ।তাই আপনি সবসময় চেষ্টা করবেন স্বাগতম পোস্ট এর সাথে ইনকাম করার কিছু পন্থা দেওয়ার।

 আপনি স্বাগতম পোস্ট এর সাথে সাথে কিছু নিয়ম নীতি তাকে জানিয়ে দিতে পারবেন। তখন সে মেম্বার আপনার গ্রুপের নিয়ম সম্পর্কে জানতে পারবে। কারণ অনেক মেম্বার আছে যারা গ্রুপে এসে আবল তাবোল করে থাকে। যেটা গ্রুপের অন্য সকল মেম্বারদের জন্য খুব খারাপ প্রভাব পড়ে। তাই আগে থেকে আপনার সতর্ক হওয়ার জন্য স্বাগতম পোস্টটি ব্যবহার করতে পারেন।

নিজেকে এভাবে মেম্বারের ইমোশনাল জায়গা টা দখল করতে পারেন । আর সাথে সাথে তাদের যদি তাদের উপকার করতে পারেন । তবে আপনার গ্রুপের মেম্বার খুব সহজে বাড়াতে পাড়াতে পারবেন । আর আপনি মেম্বার দের ব্যবহার করে আপনার সব লক্ষ্য সহজে পুরোন করতে পারবেন।

শেষ কথা

আমি আপনাদের পুরোপুরি ভাবে যানানো চেষ্টা করেছি ফেসবুক গ্রুপে স্বাগতম পোস্ট  সম্পর্কে। গ্রুপ ওয়েলকাম পোস্ট কেন করা দরকার । আর করলে কি উপকার হয় । যদি আপনার ভালো লাগে আপনার পোস্ট পড়ে কোন উপকার হয় তবে আপনার মূল্য বান কমেন্ড করে আমাদের সহযোগিতা করতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url