পেলে কয়টি বিশ্বকাপ খেলেছেন

সর্বকালের সেরা ফুটবল খেলোয়ার কে সেটা হয়ত বলা যাবে না । কারণ অনেক তারোকা এসেছে পর পর আমাদের মাঝে। কিন্তু যদি বলা হয় খেলার সম্রাট কে, ফুটবল খেলার রাজা কে, তবে সবাই এক নামে চিনতে পারবে কালো মানিক পেলের কথা বলা হয়েছে। পেলের তার অসাধারণ খেলা দিয়ে জয় করে গেলে বিশ্বের সকল মানুষের মন। এমন কি তার বিপরিদ দলের মানুষের মনে ও জায়গা করে নেছে পেলে।ব্রাজিল দলের হয়ে তিনি যে কৃতিত্ব রেখে দিয়েছেন তা অতুলনীয়। তাই আজ আমরা জানবো - পেলে কয়টি বিশ্বকাপ খেলেছেন । 

পেলে কয়টি বিশ্বকাপ খেলেছেন


পেলে কয়টি বিশ্বকাপ খেলেছেন

অ্যারান্তোস দো নেসিমেন্তো অরুপে পেলে । পেলে তার বন্ধুদের বিপরিদ খেলা করলে কখনো তার বন্ধুরা জিততে পারতো না । তাই অধিক সময় পেলে কে গোল রক্ষক হিসেবে খেলতে দিত। পেলে নিজে যানিয়েছে তার জোরালো সর্ট ও গতির কারণে তার বন্ধুরা পেচ নামে ডাকতো। পুর্তগিজ ভাষায় পেচ শব্দের অর্থ সর্ট । আর এই পেচ থেকে ধীরে ধীরে অ্যারান্তোস দো নেসিমেন্তো হয়ে উঠে পেলে


পেলের ছিল ফুটবল খেলায় অসাধারণ পারদর্শিতা।ছোট থেকে ফুটবলের স্বপ্ন তার বানিয়েছে আজকের পেলে। পেলে খেলার সাথে সাথে ছিল সুশৃংখলে  প্রতীক। অন্য সব তারকা খেলোয়াড়ের মতো তিনি কখনো অযথা ঝামেলা করতেন না খেলার মাঠে। তাই এই সরলতার সুযোগ নিত বিপরীত দল।সেজন্য তাকে বারবার ইনজুরি হতে হয়েছে।কিন্তু কখনো তাকে খেলা থেকে দূরে রাখতে পারেনি।পেলের খেলা শিল্প দেখে মুগ্ধ হয় বিশ্ববাসী। পেলের থেকে গণনা শুরু হয় সর্বকালের সেরা প্লেয়ারের।


১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে যায় পেলে। পেলের হ্যাংলা ভাব দেখে গ্যালারিতে থাকা দর্শক উপহাস করতে শুরু করে।কিন্তু গায়ের রং ও হ্যাংলা দিয়া যে মানুষ চেনা যায় না তার পরিচয় তিনি দিয়ে গিয়েছে। ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়নকে দুটি গোলের মাধ্যমে পরাস্ত করেন পেলে।আর বিশ্ববাসীকে জানিয়ে দেয় তার আগমন হয়েছে ফুটবল জগতে।

পেলে ৪টি বিশ্বকাপ খেলেছেন। যার ভিতর তিনটি কাপ রেখেছে তার দখলে। ১৯৫৮  থেকে শুরু করে ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপ খেলেছেন পেলে। যেখানে ১৯৫৮ থেকে ১৯৭০ এর ভিতর তিনটি বিশ্বকাপ পেলের হাত ধরে নিয়েছে ব্রাজিল। 

পেলের গোল সংখ্যা

পেলের গোল সংখ্যা নিয়ে বিশ্ববাসীর মনে একটু দ্বিধা  আছে। আর এই দ্বিধা ছাড়া জীবন থাকবে কারণ যৌক্তিক ভাবে সবগুলো সঠিক।

পেলে তার জীবনের অধিকাংশ সময় খেলা করেছেন সান্তোসের হয়ে ।আর সান্তোসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় পেলের মোট গোল ১২৮২টি। যার ভিতরে ব্রাজিলের জার্সি গায়ে ১১৩ ম্যাচে ৭৭ টি গোল করেছে আর সান্তোসের হয়ে ১১১৬ ম্যাচে ১০৯২ টি গোল করেছে।

আর ফুটবল নিয়ে লেখা একাধিক বিখ্যাত বইগুলো ঘাটাঘাটি করলে জানা যায় পেলের গোল সংখ্যা ১২৮৩ টি।

২০১৫ সালে ২৬ শে সেপ্টেম্বর পেলে তার নিজস্ব টুইটার পেজে টুইট করে জানান। তার গোল সংখ্যা ১২৮৩ টি।

যেহেতু পেলে নিজে জানিয়েছে তার গোল সংখ্যা ১২৮৩ টি। তাই বিশ্ববাসী এই গোল সংখ্যাটির মূল্যায়ন করে। 

তাই বর্তমানে সবাই বলে থাকে পেলের গোল সংখ্যা ১৩৬৩ ম্যাচে ১২৮৩ টি

পেলে কোন ধর্মের 

পেলে যে ধর্মের হোক না কেন, খেলা প্রিয় মানুষ সব সময় পেলে কে ভালোবাসে। কিন্তু মাঝে মাঝে আমাদের মন জানতে চায় আসলে পেলে কোন ধর্মের মানুষ।পেলে আসলে কোন ধর্মকে বিশ্বাস করে। কিন্তু সঠিক তথ্য আমরা অনেকেই জানিনা। তবে সমস্যা নেই আজ আপনি জানতে পারবেন পেলে আসলে কোন ধর্মের মানুষ ছিল।

খেলার পাশাপাশি খুবই ধার্মিক ছিলেন। তিনি নিজের ধর্মের পাশাপাশি অন্য সকল ধর্মকে সম্মান করতেন। পেলে ছিলেন খ্রিস্টান ধর্মের একজন মানুষ। পেলে খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করত এবং তার সকল নিয়মাবলী মেনে চলত

পেলে কি মারা গেছে | পেলে কবে মারা যায়

২০২২ সালে ২৯ ডিসেম্বর পেলে আমাদের থেকে চির বিদায় নেয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮২ বছর। ক্যান্সার সহ বিভিন্ন মরণব্যাধি রোগে আক্রান্ত ছিলেন।চিকিৎসা করেন হাসপাতালে তার মৃত্যু হয়।

পেলের মৃত্যু যেন ফুটবল বিশ্ব মেনে নিতে পারেনি ।২০২২ সালে বিশ্বকাপ জয়ী হয় আর্জেন্টিনা। তার ঠিক কিছুদিন পর মৃত্যুবরণ করেন পেলে। পেলের মৃত্যু যেন আর্জেন্টিনা সকল আনন্দ মাটিতে মিশিয়ে দিল। যদিও পেলে মাঠে খেলা করত না তবে পেলে এই দুনিয়াতে নেই এটা ফুটবল বিশ্বের জন্য খুবই দুঃখের সংবাদ হয়েছিল।

ফুটবলের রাজা কোন দেশে

ফুটবলের রাজা কোন দেশ এ কথা বলতে গেলে সবার আগে চলে আসবে ব্রাজিল। কারণ জানতে চাইলে দেওয়া যাবে হাজারো উত্তর। ব্রাজিল ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে একগুচ্ছ তারকা। ব্রাজিল উপহার দিয়েছে পেলে,রোলানদিনহো, নেইমারের মত হাজারো তারকা।ব্রাজিলের দখলে আছে পাঁচটি বিশ্বকাপ। যে রেকর্ড এখনো পর্যন্ত কোন দল ভাঙতে পারেনি। বিশ্বের ভিতর যদি ২০ জন সেরা খেলোয়াড়ের তালিকা করা হয় তবে ১৫ জন খেলোয়াড় থাকবে ব্রাজিলের।কোপা আমেরিকার দিক দিয়েও ব্রাজিল পিছিয়ে নেই। ব্রাজিল মোট নয়টি কোপা আমেরিকা কাপ অর্জন করেছে। তাই সকল দিক হিসাব এবং বিবেচনা করে বলা যায় । ব্রাজিল হল ফুটবলের রাজা।
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url