বিড়ালের খাদ্যাভাস

বিড়ালের খাদ্যাভাস - বিড়াল মালিক সব সময় চিন্তা করে তার আদরের বিড়ালকে কি খাওয়ানো দরকার। কিভাবে তার বিড়ালকে খাদ্যাভ্যাস করালে সুস্থ থাকবে। আপনি খেয়াল করছেন দিন দিন আপনার বিড়ালের শরীর পাতলা হয়ে যাচ্ছে। আবার অনেকের বিড়াল তো খাইতে খাইতে মোটা হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে একটা বিড়ালকে খাবার দিতে হবে এটা সব মালিক জানে না। কারণ আমাদের দেশে সবাই বিড়াল পোষে না। তাই বিড়াল পালন সম্পর্কে সবাই জানে না।আবার অনেকেই নতুন বিড়াল পোষা শুরু করেছে তাই বিড়ালকে কিভাবে যত্ন নিতে হয় জানেনা। তাই আজকের এই পোস্টটি সাজানো হয়েছে বিড়ালের খাদ্যাভাস নিয়ে এবং যেভাবে বিড়ালকে সুস্থ রাখা যায় ।

বিড়ালের পিক


বিড়ালের খাদ্যাভাস

বিড়ালের খাদ্যাভাস খুবই প্রয়োজন। তবে বিড়ালকে খাদ্যাভ্যাস করানোর জন্য আমাদের প্রথম মাথায় কিছু প্রশ্ন  চলে আসে । যেমন:
বিড়ালকে কখন খেতে দিতে হবে? কিভাবে খেতে দিতে হবে ?কি খেতে দিতে হবে এবং কতটা খেতে দিতে হবে?

তবে চলুন জেনে নেওয়া যাক একে একে এই সকল প্রশ্নের উত্তর।

প্রথমেই আমাদের চিন্তা বিড়ালকে দিনে কয়বার খেতে দিতে হবে। অনেকেই মনে করে বিড়ালকে বারবার খেতে দেওয়া উচিত। আসলে এটা সত্য নয়। বিড়ালকে বারবার খাইতে দেওয়ার ফলে বিড়াল বেশি মোটা হয়ে যায়। তখন বিড়ালের শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধে। তাই খাদ্যাভ্যাস করতে হলে কতবার খেতে দিতে হবে এটা খেয়াল রাখা খুব দরকার।
একটা বিড়ালকে সঠিক খাদ্যাভ্যাস করতে হলে দিনে ও রাতে দুইবার খাইতে দিতে হবে। দুপুর কিংবা সন্ধ্যার সময় হালকা পরিমাণ কিছু খাইতে দিতে হবে।আমরা বিড়ালকে একটু বেশি ভালোবাসি তাই হয়তো বারবার খেতে দেয়। কিন্তু এই কাজটা মোটেও করা যাবে না এতে ক্ষতির পরিমাণ বেশি হবে।


এবার আমাদের মাথায় চলে আসে বিড়ালকে কিভাবে খেতে দিতে হবে। এজন্য আপনাকে সাত দিনের  একটা রুটিন তৈরি করতে হবে। আর রুটিন অনুযায়ী সাত দিনে সাত রকম খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। অনেকেই মনে করে বিড়াল শুধু ভাত আর মাছ খায় তাই রুটিন করার কি দরকার। তাই বিড়ালকে সুস্থ রাখতে অন্যান্য খাবার খুব দরকার।

এখন আমাদের মাথায় চলে আসে বিড়ালকে কি খাওয়ানোর দরকার। বিড়ালকে কি খাওয়াবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যেভাবে খাদ্যাভ্যাস করবেন আপনার বিড়াল সেভাবেই খাবে। তবে আপনার খেয়াল রাখতে হবে প্রতিদিন যেন এক রকমের খাবার না হয়।
আমি আগেই বলেছি সাত দিনের একটা রুটিন তৈরি করতে হবে।রুটিনটা এমন ভাবে সাজাতে হবে যেন পর পর একই খাবার না হয়। 
  • আপনি সপ্তাহের প্রথম দিনে বিড়ালকে মাছ এবং ভাত খাওয়াতে পারে।
  • দ্বিতীয় দিন আপনার রুটিনে ভাত এবং মাংস রাখতে পারে।
  • তৃতীয় দিন সবজি এবং ভাত রাখতে পারেন।
  • চতুর্থ দিন ভাতের সাথে ডিম মিশিয়ে খাওয়াতে পারেন।
  • পঞ্চম দিনে আপনি চাইলে শাক সবজি রাখতে পারেন।সেটা আপনার বিড়ালকে সুস্থ রাখতে সহযোগিতা করে।
  • ষষ্ঠ দিনে আপনি আবার একটু মাছ ও ভাত দিতে পারে।
  • সপ্তাহের শেষ দিনে আপনি কলিজা খাওয়াতে পারেন।যেটা বিড়ালের খুব পছন্দের একটি খাবার। তবে বলে রাখি এটি অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না।
অনেকে ক্যাট ফুড খাওয়াতে চাই।ক্যাট ফুড বিড়ালের জন্য খুবই উপকারী । কিন্তু ক্যাট ফুট বিড়ালের খাদ্য অভ্যাস করা একদম উচিত নয় । কারণ ক্যাড ফুড খাওয়াতে আমাদের খরচের পরিমাণ বেশি হয়ে যায়। কিন্তু আপনি চাইলে দুপুরে ও সন্ধ্যায় নাস্তা হিসেবে অল্প পরিমাণ ক্যাট ফুড খাওয়াতে পারেন।এমনভাবে খাওয়ালে আপনার বিড়ালের স্বাস্থ্য ও ভালো থাকবে। আমি এই সকল খাবার খাওয়াতে বলেছি বলে শুধু এগুলো খাওয়ালে হবে না। পাশাপাশি আপনার মন মত খাওয়াতে পারেন।

এভাবে যদি আপনি আপনার বিড়ালকে খাদ্যাভ্যাস করেন । তবে আপনার বিড়াল সব ধরনের খাবার খেতে শিখবে। তখন আপনার বিড়ালের শরীরে পুষ্টির অভাব দূর হবে । যেটা আপনার বিড়ালকে সুস্থ এবং সবল রাখতে সহযোগিতা করবে । তখন আপনার বিড়াল আর বারবার অসুস্থ হবে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url