মাউথ ওয়াশ এর দাম কত | মাউথ ওয়াশ নাম
দাঁত আমাদের জন্য কতটা মূল্যবান এটাতে আমরা সবাই জানি। কিন্তু আমরা প্রতিনিয়ত দাঁত মুখ পরিষ্কার না করার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে আমাদের দাঁত ক্ষয় হতে থাকে। আর মুক্ত দুর্গন্ধ ভরে যায়। মুখে দুর্গন্ধ হওয়া কতটা বিরক্তিকর তা হয়তো বলে বোঝানো যাবে না। কিন্তু পাশে থাকা ব্যক্তি ঠিকই বুঝতে পারে মুখে দুর্গন্ধ কতটা বিরক্তকর। আর মুখ গন্ধ হলে আমরা সবার সামনে কথা বলতে লজ্জা পায়।তাই আজ আলোচনা করব দাঁতের ক্ষয় , মুখে গন্ধ, মারির সমস্যা একমাত্র প্রতিকার মাউথ ওয়াশ নিয়ে ।
মাউথ ওয়াশ এর দাম কত | মাউথ ওয়াশ নাম
বাংলাদেশে অনেক প্রকার মাউথ ওয়াশ আছে। কিন্তু সব জায়গায় সব পাবা যায় না । আবার পাবা গেলে অনেক দাম । আবার দাম বেশি দিয়ে কিনে হয়ে যায় বোকা কারণ যে কাজে কিনেছি তার উলটো টা হয় । আবার অনেকেই দাম যানি না তাই বোকার মত বেশি দাম দিয়ে কিনে আনি । তাই আমি আজ আপনাদের কিছু মাউথ ওয়াশ দিয়ে দেব যে গুলো দাম ও কম আর মান ও অনেক ভালো।
মাউথওয়াশ ব্যবহারের উপকারিতা | মাউথ ওয়াশ এর উপকারিতা
মাউথ ওয়াশ এর উপকারিতা মূলত আমাদের মুখের । যেটা আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায়। মুখের বিভিন্ন ব্যাকটেরিয়া ও জিবাণু ধংস করে দেয়। নিম্ন লিখিত উপকার গুলো নিচে দেবা হলো :
ব্যাকটেরিয়া:
মাউথ ওয়াশ ব্যবহারের ফলে আমাদের মুখের ব্যাকটেরিয়া ধ্বংস হয়। আর মুখের ভিতর ব্যাকটেরিয়া একটি প্রলেপ তৈরি করে সেটি ধ্বংস করে মাউথ ওয়াশ।
ক্ষয়:
খাবার পরে দাঁত ঠিকমতো পরিষ্কার না করলে দাঁতের ফাঁকে খাবার জমে থাকে । যার ফলে আমাদের দাঁতে জীবাণু আক্রমণ হয়। যেটি দাঁত কে ক্ষয় করে ও গর্ত করে। এই ক্ষয় ও গর্ত রোগের প্রতিকার হিসেবে কাজ করে মাউথ ওয়াশ।
মাউথ ওয়াশ ব্যবহার করে আমরা যখন কুলি করি তার সাথে আমাদের দাঁতে জমে থাকা খাদ্য বের হয়ে আসে।
মাউথ ওয়াশ ব্যবহারের ফলে আমাদের মুখের ফ্রেশ থাকে। মাউথ ওয়াশ ব্যবহার করার উপকারিতা আছে।
দুর্গন্ধ
অনেকের মুখে প্রচুর দুর্গন্ধ হয় । কারো সামনে কথা বলতে পারে না । তাদের জন্য মাউথ ওয়াশ ভালো । মখের গন্ধ দূর করে সতেজ ভাব দেয় ।
তালু ও গলায় ইনফেকশন
আমাদের তালু ও গলায় ইনফেকশন হলে মাউথ ওয়াশ ব্যবহার করতে বলা হয় । এটি ইনফেকশন কে ধংস করে ।
মাউথওয়াশ কিভাবে ব্যবহার করতে হয়
বাজারে অনেক প্রকার মাউথ ওয়াশ পাওয়া যায় । আমরা অনেকেই জানিনা মাউথ ওয়াশ কিভাবে ব্যবহার করতে হয় এক একটা মাউথ ওয়াশ ব্যবহারের এক এক নিয়ম আছে। তাই যদি মাউথ ওয়াশ ঠিক মতো ব্যবহার না করতে পারি। তবে আমাদের কোন উপকার হবে না। তাই আগে আমাদের ব্যবহার বিধি জানতে হবে। কারণ প্রতিটা জিনিসের সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য এটা ব্যবহার বিধি থাকে। মাউথ ওয়াশ ব্যবহার এর ক্ষেত্রেও ঠিক তেমনি। তাই আমি আর আপনাদের জানাবো মাউথ ওয়াশ ব্যবহার করার নিয়ম।
মাউথ ওয়াশ কিভাবে ব্যবহার করতে হয়:
কিছু মাউথ ওয়াশ আছে যার সমান পরিমাণ পানি এবং সমান পরিমান মাউথ ওয়াশ নিতে হয়। আর সেটা মুখের ভিতর ৩০ সেকেন্ড পর্যন্ত রেখে কুলিকুচি করতে হয়। আর মাউথ ওয়াশ ব্যবহার করার পর ৩০ মিনিট পর্যন্ত পানি বা অন্য কোন খাবার খাবা যাবে না ।
আর কিছু মাউথ ওয়াশ আছে যা পানি ছাড়া শুধু মাউথ ওয়াশ মুখে নিয়ে ৩০ সেকেন্ড পর কুলিকুচি করে ফেলতে হবে। এবং এবারও মাউথ ওয়াশ ব্যবহার করার পর ৩০ মিনিট পর্যন্ত কিছু খাবা বা পান করা যাবে না।
লিস্টাকেয়ার মাউথওয়াশ ব্যবহারেন নিয়ম
আমার অনেকেই যানতে চাই listacare ব্যবহারে নিয়ম সম্পর্কে। লিস্টাকেয়ার মাউথওযাশ টি হলো General কোম্পানির একটা প্রডাক্ট । এটি মুখের জন্য খুব উপকারি । যাদের মুখে ইনফেকসন বা দাঁতে পাইরিয়া এবং যাদের গন্ধ থাকে তারা লিস্টাকেয়ার ব্যবহার করলে উপকার পাবে।
যারা বার বার ব্রাস করার পরেও মুখে গন্ধ থাকে তারা ব্যবহার করতে পারে এটা।
আগেই বলে রাখি লিস্টাকেয়ার ৩ ধরণের হয়ে থাকে। লিস্টাকেয়ার দাম মাত্র ৮০ টাকা ।
লিস্টাকেয়ার মাউথওয়াশ ব্যবহারেন নিয়ম:
লিস্টাকেয়ার প্রতি দিন দুই বার ব্যবহার করতে হবে। সেটা হলো সকালে এক বার আর রাতে ঘুমানোর আগে এক বার ।
লিস্টাকেয়ার এর সাথে কোম্পানি একটা কাপ দিয়ে থাকে। সেই কাপেন অর্ধেক পরিমান মাউথ ওয়াশ টি নিতে হবে আর সাতে কিছু টা পানি নিয়ে কুলি করতে হবে। আর সেটা ৩০সে. পর্যন্ত করতে হবে। আর এই কাজ টি সকাল সন্ধ্যা দুই বার করতে হবে।
ভায়োডিন মাউথ ওয়াশ ব্যবহারের নিয়ম
ভায়োডিন একটা সুপরিচিত মাউথ ওয়াশ। যেটা Square কোম্পনি প্রস্তুত করেছে। এটি দাঁতে ক্ষয় , দাঁতে পাথর, মুখে ইনফেকশনের প্রতিকার হিসাবে কাজ করে । এটি মুখের গন্ধ থেকে মুক্তি দেয়। এটি ছয় বছরের উপরের বাচ্চা ব্যবহার করতে পারবে। ভায়োডিন দুই প্রকার হয়ে থাকে । যেমন: Viodin 1% এবং Viodin 10% । এটিন দাম ৩৫ টাকা।
ভায়োডিন মাউথ ওয়াশ ব্যবহারের নিয়ম
- ভায়োডিন মাউথ ওয়াশ প্রতিদিন ৪ বার ব্যবহার করতে হবে।
- এটি ১৪ দিন ব্যবহার করতে হবে তবে ।যদি তার আগে যদি রোগ নিরাময় হয় তবে দরকার নেই।
- প্রতিবার ১০ মি.লি পরিমান ব্যবহার করতে হবে। সাথে ১০ মি.লি পানি মিশাতে হবে।
- পানি এবং মাউথ ওয়াশ টি মিশিয়ে মুখে দিয়ে কুলি করতে হবে।
- ৩০ সেকেন্ড মুখের ভিতর রাখার পার কুলি করতে হবে।
- কুলি করার পর ৩০ মিনিট মুখে পানি বা খাবার কিছু দেবা যাবে না।
সতর্ক :
এই গর্ব বতী মহিলা ব্যবহার করতে পারবে না। আর বুকের দুধ পান করায় এমন মা ব্যবহার করতে পাবে না । যাদের মুখে অনেক বেশি পরিমান ঘা তারা ব্যবহার করতে পারবে না
মাউথ ওয়াশ এর অপকারিতা
মাউথ ওয়াশ মূলত আমরা ব্যবহার করি আমাদের মুখের বিভিন্ন সমস্যা দূর করতে। কিন্তু এর বেশ কিছু অপকারিতা আছে। যা আমাদের ক্ষতি করতে পারে । কিন্তু নিয়ম মেনে চললে আমাদের তেমন কোন ক্ষতি হয় না ।তবে চলুন যেনে নেবা যাক মাউথ ওয়াশ এর অপকারিতা গুলো:
মাউথ ওয়াশ এর অপকারিতা:
- মাউথ ওয়াশ মূলত অপকারিতা হলো অনেক দিন ব্যবহার করার ফলে। মাউথ ওয়াশ অনেক দিন ব্যবহার করলে ডায়াবেটিস এর সম্ভাবণা বেড়ে যায় ।
- মাউথ ওয়াশ অনেক দিন ব্যবহারের ফলে আমাদের দাঁতে একটা হলুদ দাগ চলে আসে।
- মাউথ ওযাশ অনেক দিন যাবত ব্যবহার করলে হজম শক্তি কমে যাবে।
- অনেক দিন যাবত ব্যবহারের ফলে মুখের সাধ নষ্ট হয়ে যায়।
- আমরা মাউথ ওয়াশ ব্যবহার করি মুখের ঘা দূর করার জন্য। কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করলে আমাদের ঘা তৈরি করে ।
- অনেক দিন ব্যবহার করলে মুখে জ্বালা পোড়া হয়।