Oppo ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়
আমাদের ব্যস্তদিনের একমাত্র সঙ্গী হল মোবাইল ফোন। আর সেই মোবাইল ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আমরা বড় বিপদে পড়ে যায়। কারণ বর্তমান বিশ্বে মোবাইল ছাড়া একদিন চলা খুব কঠিন। তাই কাজের ব্যস্ততার মধ্যে মোবাইলের পিনটি ভুলে যায় তখনই হয় ভোগান্তি। মেকানিকের কাছে গেলে আবার ৫০০ থেকে ১০০০ টাকা খরচ হয়। তাও মেকানিক সময় নিয়ে বসে। কিন্তু আমাদের হাতে সময় থাকে না।
তাই আমি আজ আপনাদের জানাবো কোন খরচ ছাড়াই পিন লক খোলার উপায়।
Oppo ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়
বাজারের অন্যতম বিক্রয় কৃত মোবাইল হল oppo । আমাদের মা বাবা ভাই বোন প্রায় সবার কাছে oppo ফোন আছে। আমাদের পরিবারের বয়স্ক লোক বা আমরা নিজেরাই মাঝে মাঝে ফোনের লক ভুলে যায়। তখনই আমরা ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করি প্যাটার্ন লক ভুলে গেলে খোলার উপায় ।
অনেকেই আবার জানতে চায় ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুলবো। আর এ বিষয়টা আমাদের সবাই কে জেনে রাখা ভালো যে ফোনের পাসওয়ার্ড কিভাবে খুলবো ?
ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে এটা খোলা খুব সহজ। কিন্তু মেকানিকের কাছে গেলে ৫০০ থেকে ১০০০ টাকা খরচ হয় সামান্য লক খুলতে। আর আমরা এই টাকা টা দেই বোকার মত। কারণ আমরা বিষয়টা জানিনা।
মোবাইল ফোন আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস।মোবাইল ফোনের মাধ্যমে আমরা এখন কেনাকাটা থেকে শুরু করে অফিসের সব কাজ কাম করে থাকি। আর আমারা নিজেদের সুরক্ষার ক্ষেত্রে পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করি।কিন্তু কাজের ব্যস্ততায় ভুলে যায় আমাদের মোবাইলের পিন টি।
চলেন তাই জেনে নেওয়া যাক ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি ।
Oppo ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়
১.আপনার Oppo মোবাইল টি power off করুন।
২. এবার আপনার ফোন টি on করতে হবে ।
আর On করার সময় volume down batton এবং power batton এক সাথে চেপে On করতে হবে । আমি যদি একটু ভালো করে বুঝিয়ে বলি তবে আগে আপনার volume down batton টা কিছু সময় চেপে রাখতে হবে ৩০সে. । তারপর power batton চেপে ধরে On করতে হবে ।
৩. তারপর এমন একটা ইস্টাফেস আসেবে ।
যদি এই রকম না আসে তবে আবার চেষ্টা করুন।
তারপন English লেখার চাপ দিন ।
৪. এই রকর ইস্টাফেস আসবে । না আসলে আবার চেষ্টা করুন।
তারপর আপনার wide data এই লেখা টা উপর চাপ দিতে হবে । মনে রাখবেন wide data এই লেখা টা উপর চাপ দিতে হবে অন্য জায়গায় চাপ দিলে কিন্তু হবে না ।
৫. এখন আপনি দেখতে পাবেন, পাসওয়াড এর মত একটা জায়গা আসছে।
ভয় পাবার দরকার নেই । স্কিনে যে পাসওর্য়াট টা আইছে সেটা পাতিয়ে দেবেন। আমার আইছে 3666 ।
আপনা অন্য পাসওর্য়াট আসতে পারে । তাই মনে রাখবেন আপনা স্কিনে যেটা আসবে সেটা দিতে হবে ।
আর আপনার যদি পাসওর্য়াট এম মত জায়গা টা না আসে,তবে আপনি ৬ নাম্বার টা ফলো করুন।
৬. তারপরে এমন টা আসবে।
এর পর আপনি format data লেখা টা উপর চাপ দিতে হবে ।
৭. তারপর আপনি দেখতে পাবেন এমনটা আসলে।
এই পিক টা মত যদি আসে । তবে বুঝে নেবেন আপনার কাজ হয়ে গেছে।
ফোনের লক ভুলে গেলে কিভাবে খুলবো
ফোনের লক ভুলে গেলে খোলা খুব সহজ । কিভাবে ফোনের লক খুলতে হয় সেটি আমি উপরে দেখাইছি। আমি আশা করি আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আমার মনে হয় না বোঝার তেমন কিছু নেই কারণ বিষয়টা খুব সাধারন। যারা মোবাইল ফোন নিয়ে খুব কম ঘাটাঘাটি করে তাদের হয়তো বুঝতে একটু কঠিন হতে পারে। কিন্তু একবার চেষ্টা করে দেখুন এটা খুব সহজ।
আমি মনে করি মোবাইলের লক ভুলে যাওয়া একটা সাধারণ ব্যাপার।
তাই আমরা বারবার মেকানিক এর কাছে যায় লক খুলতে। কিন্তু আজকের এই পোস্টটি ভালো করে পড়লে আপনার আর শুধু শুধু টাকা নষ্ট হবে না।
শেষ কথা
আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পোস্টটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কারণ আমি আপনার কমেন্টের মূল্যায়ন করি।