সকল সিমে sms কেনার কোড

একটা সময় ছিল মানুষ যোগাযোগের মাধ্যম হিসেবে এসএমএস কে প্রচুর ব্যবহার করত। কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেটের যুগ। এখন আমরা এসএমএস করার সাথে সাথে অডিও কথা সরাসরি ভিডিও দেখতে পারি। আর সেটা এমবি ব্যবহার করে খুব কম খরচে। কিন্তু ২০২৪ সালে আসার পরেও আমাদের মাঝে মাঝে খুব দরকার হয় এসএমএস করা। শুধু দরকার হয় এমন না, অনেক মানুষের দরকার হয় এসএমএস করার।কিন্তু টাকা ব্যবহার করে এসএমএস করলে আমাদের খরচের পরিমাণ ব্যাপক হারে বেড়ে যায়। তাই আজ একে একে আলোচনা করবো সকল সিমে sms কেনার কোড । আমি আশা করি সকল সিমে এসএমএস কেনার উপায় গুলো জেনে আপনার লাভ ছাড়া কোন অংশে ক্ষতি হবে না।

সকল সিমে sms কেনার কোড


সকল সিমে sms কেনার কোড  | এসএমএস কেনার উপায় ২০২৪

বাংলাদেশে আজ পর্যন্ত মোট সাতটি সিমে কোম্পানি ছিল। যেমন: সিটিসেল, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, ওয়ারিদ এবং এয়ারটেল। আজ পর্যন্ত বাংলাদেশে আছে মোট পাঁচটি সিম কোম্পানি। যার ভিতরে এয়ারটেল আছে দখলে। তাই এয়ারটেলের সকল কোড এবং অফার রবি নিয়ন্ত্রণ করে থাকে এবং রবির মত এক হয় অফার হয়ে থাকে।
সিটি সেল বাংলাদেশ থেকে হারিয়ে গেছে  ২০ অক্টোবর ২০১৬।
আর ওয়ারিদ বাংলাদেশ থেকে হারিয়ে গেছে ১০ মে ২০১৭ ।
তাই আজ আমরা আলোচনা করব গ্রামীণফোনবাংলালিংক, টেলিটক রবি এবং এয়ারটেলের সকল সিমে sms কেনার কোড নিয়ে। 
তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি উপকৃত হবেন ।

গ্রামীণফোন | গ্রামিন সিমে sms কেনার কোড  ২০২৪

গ্রামিন সিমে sms কেনার কোড  ২০২৪


আপনি হয়তো জিপি এসএমএস করার কোড জানতে চাই ইন্টারনেটে বার বার সার্চ করতেছেন। আপনি ১৯ টাকায় ৫০০ এসএমএস কোড বলে সার্চ করছেন আবার কেউ তো ২ টাকায় ৫০ এসএমএস কোড সার্চ করছেন। তো সঠিক কোন কোড পাচ্ছি না। আবার যেগুলো পারছেন কাজ করছেন আর কাজ করলেও উলটাপালটা অফার চালু হয়ে যাচ্ছে । 
তাই জানিয়ে রাখা ভালো ২০২৪ সালে সকল সিমের কোডের পরিবর্তন হয়েছে। তবে চলুন জেনে নেওয়া যাক কি পরিবর্তন হয়েছে কোডগুলোর।

৩ দিন মেয়াদ ‍এসএমএস কোড জিপি:

  • ১৩ টাকা ৫০ এসএমএস        *121*1015*1#
  • ২৩ টাকা ১০০ এসএমএস        *121*1015*2#
  • ৪২ টাকা ২০০ এসএমএস           *121*1015*3#
এই কোডগুলো ব্যবহার করে আপনি তিন দিন মেয়াদী জিপি এসএমএস কিনতে পারবেন। এই কোডগুলো টাকাও কম আর সাময়িক সময় ব্যবহারের জন্য খুবই উপকারী। এই কোড গুলো ব্যবহার করলে আপনি যেকোনো লোকাল নাম্বার এসএমএস পাঠাতে পারবে

৭ দিন মেয়াদ ‍এসএমএস কোড জিপি:

  • ১৬ টাকা ৫০ এসএমএস *121*1015*4#
  • ২৭টাকা  ১০০ এসএমএস *121*1015*5#
  • ৪৭ টাকা ২০০ এসএমএস *121*1015*6#
এই কোড গুলে ব্যবহার করে আপনি ৭ দিন মেয়দি জিপি এসএমএস কিনতে পারবেন। আর যে কোন লোকল নাম্বারে আপনি এসএমএস করতে পাবেন । 

৩০ দিন মেয়াদ ‍এসএমএস কোড জিপি: | জিপি ৫০০ এসএমএস কোড ২০২৪

    এখন আমাদের এসএমএস খুব কম কাজে। তাই আমরা সবসময় চাই । মেয়াদ বেশি হোক এবং টাকার পরিমান কম হবে এমন এসএমএস অফার পেতে। তাই আমি আছি আপনাকে জানিয়ে দেবো আলাদা আলাদা ভাবে এসএমএস কেনার উপায়।
    • ৩২ টাকা ১০০ এসএমএস *121*1015*7#
    • ৫৭ টাকা ২০০ এসএমএস *121*1015*8#
    • ৭৭ টাকা ৩০০ এসএমএস *121*1015*9#
    • ৯৬ টাকা ৪৯৯ এসএমএস *121*1015*10#
    এসএমএস অফার হলো এমন ব্যক্তির জন্য উপকারী যারা অনেক বেশি এসএমএস করে। আবার যারা খুব কম এসএমএস করে এবং মেয়াদ খুব বেশি দরকার তাদের জন্য খুব উপকারী। এই অফারে এসএমএস কিনে আপনি যেকোনো লোকাল নাম্বারে এসএমএস পাঠাতে পারবে।

    ইন্টারনেট থেকে এসএমএস করার উপায় জিপি

    আমরা সব সময় কোড তুলে এসএমএস কিনে । অনেকেই জানিনা ইন্টারনেট থেকে এসএমএস কেনা যায় । কিন্তু ইন্টারনেট ব্যবহার করে খুব সহজে গ্রামীন সিমের এসএমএস কেনা যায়।আর ওয়েবসাইট টা ব্যবহার করলে অনেকটা কম খরচে এবং নিজের পছন্দ মত এসএমএস কেনা যায়। আরো আপনি মেয়াদ নিজে বাড়িয়ে নিতে পারবে । তাই যেমন মেয়াদ নেবেন আর যতটা এসএমএস নিবেন তার উপর ভিত্তি করে আপনা খচর হবে ।
    এই ওয়েবসাইট ব্যবহার করলে আপনি এসএমএস গিফট করতে পারবেন আপনার প্রিয় মানুষটা কে।

     আমি জানি আপনি খুব আগ্রহী ওয়েবসাইট টা কি সেটা জানতে। 

    ওয়েবসাইটের নাম হলর Flexi Plan । 


    এর একটা মোবাইল অ্যাপ আছে। এর একটা মোবাইল অ্যাপ আছে। ডাউনলোডে চাপ দিয়ে ডাউনলোড করে নিন।



    গ্রামীণফোন এসএমএস দেখার কোড


    এসএমএস তো কেনা শেষ । কিন্তু এসএমএস দেখব কি করে। 
    আর কয়টা এসএমএস আছে আমার সিমে। এবার এসএমএস করলে যদি টাকা কাটে ? এমন সব চিন্তা নেই যদি আপনি ইন্টারনেটে সার্চ করে থাকেন।তবে  চিন্তার কোন কারণ নেই আমি তো আছি  ।আজকে এই পোস্টটা আপনার জন্য। চলুন তবে জেনে নেবার চার্জ এসএমএস দেখা কোড টা কি।

    *121*1*2#

    কোডটি ডায়েল করে কলে দিলে আপনি জানতে পারবেন আপনার আর কয়টা এসএমএস আছে।
    তার সাথে সাথে আরো কি কি অফার চালু আছে এবং আপনার সিসে কতটা এমবি আছে এবং কত মিনিট আছে জানতে পারবে।

    বাংলালিংক এসএমএস কেনার কোড ২০২৪: | বাংলালিংক এসএমএস প্যাক

    বাংলালিংক এসএমএস কেনার কোড ২০২৪: | বাংলালিংক এসএমএস প্যাক



    বহুল জনপ্রিয় একটি সিম কোম্পানি হল বাংলালিংক । বাংলালিংক ৫ কোটিরও বেশি ইউজার দখল করে ফেলেছে। 
    তাই বাংলালিংক ইউজাররা ইন্টারনেটে বার বার সার্চ করে কি করে বাংলালিংক এসএমএস কেনা যায়।
    কিন্তু কোন সমাধান না পেয়ে হতাশ হয়ে যায়।
    কিন্তু আমি আজ আপনাদের জানিয়ে দেবো কোন কোডের মাধ্যমে বাংলালিংক এসএমএস কিনবেন।
    তবে চলুন দেরি না করি জেনে নেওয়া যাক কোড গুলো কি।

    কোড সমূহ:

    1. ৫ টাকা ২ দিন ৫০ টা এসএমএস ।              *121*2*8*5*1#
    2. ১০ টাকা ৩ দিন ৬০ টা এসএমএস।            *121*2*8*4*1# 
    3. ২০ টাকার ৭ দিন ১২০ টা এসএমএস।        *121*2*8*3*1#
    4. ৪০ টাকা ৩০ দিন ২৫০ টা এসএমএস।       *121*2*8*2*1#
    5. ৬০ টাকা ৩০ দিন ৫০০ এসএমএস।            *121*2*8*1*1#

    বাংলালিংক ৩০ এস এম এস প্যাক ৫ টাকা

    ৫ টাকায় ৩০ টা এসএমএস মেয়াদ দুই দিন এই অফারটি আপনি যেকোনো সময় নিতে পারবেন।
    আমি একাধিকবার নিতে পারবেন। এই ব্যাপারটা অনেকের কাছে পছন্দ কারণ কম টাকার ভিতরে কেনা যায়। বাংলালিংকে এসএমএস অফারের ভিতরে একটা ভিন্ন রকম অফার।যেটা ইউজারের জন্য খুব উপকারী।

    অফারটির বিস্তারিত তথ্য নিচে জানিয়ে দেওয়া হলো:
    • এই অফারটি নিজে ডায়াল করুন *121*2*8*5*1# 
    • অফারটির মেয়াদ দুই দিন
    • অফারটির মূল্য ৫ টাকা
    • এসএমএস এর সংখ্যা ৩০ টাকা

    বাংলালিংক ৬০ এস এম এস প্যাক ১০ টাকা

    অনেকেই জানতে চাইছেন ১০ টাকা বাংলালিংকের কোন এসএমএস অফার আছে কিনা। অবশ্যই আছে কিন্তু বিষয়টা সবাই জানে না। banglalink দশ টাকার ৬০ টি এসএমএস দিয়ে থাকে। এই অফারটা বাংলালিংকের একটা অন্যতম অফার। এই অফারটা নিলে আপনি যেকোনো লোকাল নাম্বারে এসএমএস দিতে পারবেন।

    আপনাদের সুবিধার্থে অফারটি সকল তথ্য নিজেই জানিয়ে দেওয়া হলো:
    • অফারটি নিতে ডায়েল করতে হবে   *121*2*8*4*1# 
    • অপারেটির মূল্য ১০ টাকা
    • অফারটির মেয়াদ তিন দিন
    • এসএমএস এর সংখ্যা ৬০ টি

    বাংলালিংক ১২০ এস এম এস প্যাক ২০ টাকা

    যারা মোটামুটি এস এম এস তাদের জন্য এই অফারটি খুবই ভালো। কারণ কম টাকার ভিতরে 120 টা এসএমএস পাওয়া যায়। যারা মাঝে মাঝে বন্ধুদের কাছে এসএমএস করে থাকে তাদের জন্য এ অফারটা ভালো।
    এই অফারটি নিলে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ২০ টাকার বিনিয়র ১২০ টা এসএমএস। যেটা যেকোনো লোকাল নাম্বার এসএমএস পাঠাতে পারবেন আপনি।

    এখন একটি তথ্য নিচে দেওয়া হলো:
    • অফারটি নিতে ডায়াল করুন *121*2*8*3*1#
    •  অফারটি মেয়াদ ৭ দিন।
    • অফারটির মূল্য ২০ টাকা।
    • এসএমএস এর সংখ্যা ৬০ টি।

    বাংলালিংক ৫০০ এস এম এস প্যাক ৬০ টাকা

    আমরা তো সবাই জানি বাংলালিংক অন্যান্য কোম্পানি থেকে এসএমএস অফার একটু কম দামে দিয়ে থাকে।
    আর এই ব্যাপারটা অন্যান্য কোম্পানি থেকে অনেকটা কম।
    আপনি যদি 500 এসএমএস গ্রামীণফোন কোম্পানি কিনতে যান তবে আপনার ৯০ টাকা মতো খরচ হবে।
    কিন্তু বাংলালিংক সে ব্যাপারটা দিচ্ছে শুধুমাত্র ৬০ টাকা।
    যারা প্রচুর এসএমএস করে থাকে তাদের জন্য এ অফারটা খুবই কার্যকর।

    অফারটির তথ্য নিচে দেওয়া হলো:
    • অফারটি নিতে ডায়াল করতে হবে  *121*2*8*1*1#
    • অফারটির মূল্য ৬০ টাকা ।
    • অফারটির মেয়াদ ৩০ দিন।
    • এসএমএস সংখ্যা ৫০০।

    বাংলালিংক এসএমএস দেখার কোড | বাংলালিংক এসএমএস চেক কোড

    এসএমএস কেনার পরেই আমাদের মাথায় চিন্তা আসে কি করে এসএমএস চেক দেব। তখনই শুরু হয়ে যায় ইন্টারনেটে ঘাটাঘাটি।
    অনেক ঘাটাঘাটির পরেও পাওয়া যায় না কোডটি। তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। তবে আজকের পরে আর কোন দুশ্চিন্তা নেই। কারণ আমি আজ জানিয়ে দেবো কিভাবে বাংলালিংকে এসএমএস চেক দিতে হয়।

    চলুন তবে দেরি না করে জেনে নেওয়া যাক কোড টি কি?  

    কোড টি হলো :  *১২১*১#


    রবি এসএমএস কেনার কোড ২০২৪ | রবি এসএমএস অফার ২০২৪


    রবি এসএমএস কেনার কোড ২০২৪ | রবি এসএমএস অফার ২০২৪

    এটা সত্য এক সময় এসএমএস অফার গ্রামীণফোন সব থেকে এগিয়ে ছিল। তারপর রবি চলে আসে দারুন সব অফার
    নিয়ে । আর গ্রামিন কে হারিয়ে দিয়ে চলে আসে সবার আগে। 
    কিন্তু ২০২৪ সালে আসার পর আবার প্রায় সব কোম্পানি সমান হয়ে যায় । কিন্তু  গ্রামিণ তাও সবার থেকে পিছিয়ে আছে। তাই আমি মনে করি এসএমএস এর দিক দিয়ে রবি সেরা । 

    তবে চলুন তবে জেনে নেবা যায় কোড গুলো কি: 


    • ১০০ এসএমএস  ১৫ টাকা ৩ দিন মেয়াদ।
    • ২০০ এসএমএস ৩০ টাকা ৭ দিন মেয়াদ।
    • ৫০০ এসএমএস ৬০ টাকা ৩০ দিন মেয়াদ।

    রবি এসএমএস চেক কোড ২০২৪



    রবি তে এসএমএস দেখা খুব সহজ । তবে যারা যানে না । তাদের কাছে ব্যাপার টা কঠিন। তবে আজকের পড় আপনা কোন জায়গায় খোজা লাগবে না রবি এসএমএস কোড । চলুন তবে যেনে নেবা যাক রবি এসএমএস চেক কোড ।

    চেক কোড:
    • *222*2#

    এয়ারটেল এসএমএস কেনার কোড ২০২৪  | এয়ারটেল এসএমএস প্যাক ২০২৪:

    এয়ারটেল এসএমএস কেনার কোড ২০২৪  | এয়ারটেল এসএমএস প্যাক ২০২৪



    এয়াটেল বাংলাদেশের মোবাইল অপরেটার কোম্পানির মধ্যে অন্য তম । আর এয়াটেল সিম ব্যাবহার তার বার বার যানতে চায় এয়াটেল এসএমএস কেনা কোড গুলো কি । 
    যায় হোক কথা না বাড়িয়ে যেনে নেবা যায় কোট গুলো কি ।

    এয়ারটেল এসএমএস কেনার কোড ২০২৪:
    • ২ টাকা ৪০ টি এসএমএস ১২ ঘন্টা   *321*200#
    • ৫ টাকা ১৫০ টি এসএমএস ১দিন     *321*500#
    • ১৫ টাকা ২০০ টি এসএমএস ৩দিন   *321*150#
    • ২৫ টাকা ১৫০০ টি এসএমএস ৩০দিন  *321*1500#
    • ২০ টাকা ৫০০ টি এসএমএস ৩০দিন   *321*20#
    • ৩০ টাকা ১০০০ টি এসএমএস ৩০দিন *321*100#
    • ৩৭ টাকা ৩০০০ টি এসএমএস ৬০দিন *321*3700#
    • ৪৭ টাকা ৪০০০ টি এসএমএস ১দিন      *321*4700#
    • ৫৭ টাকা ৫০০০ টি এসএমএস ১দিন    *321*5700#
    এই সব অফারে এসএসএস কিনলে আপনি যে কোন লোকাল নাম্বার এসএমএস করতে পাবেন।

    এয়াটেল এসএমএস দেখার কোড | এয়াটেল এসএমএস চেক কোড

    এসএমএস চেক করার জন্য আমরা অনেকের কাছে যানতে চাই। কিন্তু কেউ প্রায় যানে না। তাই আর এত চিন্তা করার দরকার নেই । আমি আজ আপনাদের যানিয়ে দেব এয়াটেল এসএমএস দেখার কোড  । তাই দেরি না করে যেনে নেবা যাক এয়াটেল এসএমএস চেক কোড। 

    কোড টা হলো :
    • *778*6#

    শেষ কথা 

    আমার সাথে থাকার জন্য আপনার অনেক ধন্যবাদ। আমি সর্বাধিক চেষ্টা করি আপনার সহযোগিতা করার জন্য ।
      Next Post Previous Post
      No Comment
      Add Comment
      comment url