চেহারার দাগ দূর করার উপায়

অনেকেই মুখে কালো দাগ,ব্রণের দাগ, মেছতার দাগ নিয়ে চিন্তাই থাকেন।এই সব দাগ অতিরিক্ত  রোদে পুড়ে বা হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে।বাজারে বিভিন্ন ধরনের ক্রিম বা সিরাম পাওয়ার যায়,এইগুলো মুখের আরো ক্ষতি করে মুখ পুড়িয়ে দেয়।তাই সে গুলা না মেখে ঘরোয়া উপায় কিছু প্রতিকার আছে যা চেহারার দাগ দুর করতে সাহায্য করে। 

চেহারার দাগ দূর করার উপায়


চেহারার দাগ দূর করার  উপায়

সুন্দর দাগ ছাড়া চেহানা কে না চায় । কিন্তু তার জন্য দামি দামি কোন ক্রিম ব্যাবহার করা দারকার পড়ে না । চেহারার দাগ দূর করার জন্য ঘরোয়া ভাবে কিছু নিয়ম মানলে চেহানার সব দাম মুছে ফেলা সম্ভব। চলুন দেরি না করে শুরু করা যাক।

আলু:

আলু ত্বকের দাগ দূর করতে এবং ত্বক উজ্জল করতে  অনেক সাহায্য করে।কেননা আলুতে ক্যাটেকোলেজ নামক এনজাইম থাকে।একটি আলু গ্রেট করে আপনাদের মুখে লাগান।এরপর ১৫ থেকে ২০ মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


লেবু:

লেবুতে সাইট্রিক এসিড এবং ভিটামিন সি থাকে।লেবু পুরো মুখে বা যেখানে দাগ সেখানে লাগাতে পারেন।লেবুর রসে সমপরিমাণ পানি মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের দাগ দূর করার পাশাপাশি ব্যাকটেরিয়া আক্রমণ থেকে সাহায্য করে। 


টক দই ও মধু:

টক দই ও মধু একসাথে মিশিয় মুখে লাগান এবং ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। যেখানে দাগ সেখানে নিয়মিত ব্যবহার করুন।এতে আপনার ত্বক কোমল ও উজ্জল হবে।


অ্যালোভেরা:

এলোভেরা বা অ্যালোভেরা জেল সকাল বা রাতে দুই বেলা ব্যবহার করুন। এতে আপনার দাগ দূর করতে সাহায্য করে,এবং ত্বক কোমল ও উজ্জ্বল করে তোলে।


টমেটো রস:

ভিটামিন সি সমৃদ্ধ আরেকটি ফল হলো টমেটো।যা মুখের দাগ দূর করতে দারুন কাজ করে। এছাড়াও টমেটোতে লাইকোপেন থাকে, যা মুখের দাগ দূর করতে অনেক সাহায্য করে।টমেটো তে একটু হলুদ ও চিনি মিশিয়ে ৫-৬ মিনিট আলতোভাবে ম্যাসাজ করতে হবে এখানে দাগ সেখানে। তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

পেঁপে:

পাকা পেঁপেতে থাকে ভিটামিন সি। পাকা পেঁপে নিয়ে ভালোভাবে চটকে মুখে মাখুন।এরপর ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে  মুখ ধুয়ে ফেলুন।এতে আপনার ত্বকের দাগ দূর করবে এবং মুখ উজ্জ্বল করবে।

মুলদানি মাটি বা চন্দনমাটি:

মুলদানি মাটি দিয়েও মুখের দাগ দূর করা যায়।ফুলদানি মাটি, গ্রিন টি, শসার রস,গোলাপজল ও সাধারণত পানি একসাথে মিশিয়ে নিন।এটি মুখে ২০ মিনিট মেখে রাখুন এরপরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই  থেকে তিনবার ব্যবহারের ফলে মুখের দাগ দূর হবে। 


বাদাম তেল:

বাদাম তাহলে থাকে ভিটামিন ই। যা মুখের  দাগ কমাতে ও মুখের গঠন সাহায্য করে। প্রতিদিন মুখের দাগের ওপর দুই থেকে তিন ফোটা নিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন অথবা ময়েশ্চারাইজার ক্রিমে কয়েক ফোটা বাদাম তেল মিশিয়ে নিন।সেটা দাগের উপরে ভালোভাবে ম্যাসাজ করুন। এতে আপনার মুখের দাগ দূর হবে এবং অনেক সুন্দর হবে।


পাকা কলার খোসা:

পাকা কলাতে থাকে ফ্যাটি আসিড এবং এন্টিঅক্সিডেন্ট।মুখের দাগ দূর করতে মুখ ভালো ভাবে পরিষ্কার করতে হবে এবং পাকা কলার খোসা ১০ মিনিট ধরে মুখে ঘষতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। তাছাড়াও মুখের ব্রণের দাগ সব দূর করতে কলার খোসাতে চিনি যোগ করে ভালোভাবে মিক্স করতে হবে। এটা মুখে ১০ মিনিট লাগিয়ে  রাখতে হবে,,তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে  এতে আপনার মুখের দাগ দূর করবে এবং মুখ উজ্জ্বল করবে।

নিমপাতা:

নিম পাতা তে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে।যা আমাদের ত্বককে ব্যাকটেরিয়া আক্রমণ  থেকে মুক্ত রাখতে সাহায্য করে। মুখে ব্রণও বা ব্রণের দাগ থাকলে,, নিম পাতা বা নিম পাতার সাথে কাঁচা হলুদ ভালোভাবে বেটে বা মিক্স করে মুখে দিতে পারেন এতে আপনাদের ত্বকের বড় দাগ দূর করতে সাহায্য করে।


তাছাড়া ও ২০ থেকে ৩০ টা নিম পাতা ভালোভাবে পরিষ্কার করে  বা ধুয়ে নিতে হবে,, তারপর নিমপাতাতে পরিমাণ মতো পানি নিয়ে একটা পাতিলে জ্বালাতে হবে ১০ থেকে ১৫ মিনিট  জ্বালানোর পরে, সেটা নামিয়ে বেটে বা মিক্সার মেশিনে মিক্স করে তাতে দু চামচ অ্যালোভেরা জেল, দু চামচ গোলাপ জল এবং এক চামচ গ্লিসালিন একসাথে সবগুলো  মিক্স করতে হবে। এতে যে ক্রিম তৈরি হবে সেটা একটা ভালো কৌটা সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন এবং সে ক্রিম প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন। এতে আপনার মুখের দাগ ছোপ, ব্রণের দাগ দূর করবে এবং মুখ উজ্জ্বল ও সুন্দর করে তুলবে

শেষ কথা 

আমি আশা করি আপনি আমার দেওয়া নিয়ম গুলো ফলো করলে উপকারিত হবেন ।
কারণ প্রতিটি বিষয় প্রাকৃতিক উপাদান ভিত্তিক । তাই প্রতিটি বিষয় উপকারিত । 
তাই বলতে চাই ভলো লাগলে কমেন্ট করতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url