কালোজিরার তেল ব্যবহারের নিয়ম
কালোজিরার উপকারিতার কথা বলে হয়ত শেষ করা যাবে না । কারণ কালো জিরার গুণাগুন এর শেষ নেই ।
সেই সাথে কালো জিরার তেলের ও উপকারিতার শেষ নেই । কালোজিরার তেল ব্যবহারে মানব দেহের অনেব উপকার হয়। তাই আজ আমরা জনাবো কালোজিরার তেল ব্যবহারের নিয়ম সম্পর্কে । এই বিষয় টা যদি আপনার জানা না থাকে তবে আজকের এই পোষ্টা শুধু আপনার জন্য ।
কালোজিরার তেল ব্যবহারের নিয়ম
- আপনি যদি চুলে কালোজিরা তেল ব্যবহার করতে চান তবে এক চামস কালোজিরার তেল এর সাথে দুই টেবিল অলিভ ওয়েল তেলের সাথে মিশিয়ে হালকা তাপ দিয় গরম করে চুলে ব্যবহার করতে হবে এবং সুন্দর করে মাসাজ করতে হবে যাতে চুলের গোরায় ঠিক মতো পৌছাতে পারে । এরপর ১ ঘন্টা পর বার তার একটু বেশি সময় পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেরতে হবে ।
- আপনি যদি গোপন অঙ্গে ব্যবহার করতে চান তবে রাথে ঘুমানো আগে ১৫ - ২০ মিনিট করতে পারেন । এতে অনেক উপকার হবে । যেটা ব্যবহার ব্যবহার করার পর বুঝতে পাবেন ।
- শরিরে ব্যবহার করার নিয়য় হলো সাধারণ তেল এর মত । চাইলে আপনি যেকোন সময় শরীরের যে কোন অঙ্গে ব্যবহার করতে পারবেন ।
- কালোজিরা খাবার কাজে ব্যবহার করা যায়। রুটি বা পরাটা বানানো সময় কালোজিরার তেল ব্যবহার করা যায়। আর বিভিন্ন সালাটে কালো জিরার তেল ব্যবহার করা যায়।
- কালোজিরা তেল অনেক দিন ব্যবহার করা যায় । কালোজিরার তেল ২ বছর ধরে ব্যবহার করা যায়।
কালোজিরার তেল চুলে ব্যবহার করার উপকারিতা
কালোজিরার তেল চুলে ব্যবহার এ ফলে চুলের জন্য অনেক উপকার হয় ।
কালোজিরার তেল ব্যবহার করলে চুলের গোড়া মজবুদ হয় ।
কালোজিরা তেল ব্যবহার এর ফলে চুলে আগা ফাটা বন্ধ হয় ।
কালোজিরা তেল ব্যবহার এর ফলে চুলে উঠা বন্ধ হয় আর মাথায় নতুন চুল গজায় ।
আরো উপকার আছে কালোজিরার তেল ব্যবহার করলে চুলে পুষ্টি কোন ঘারতি থাকে না তাই খুব তারাতারি চুল লম্বা হয়। কালোজিরার তেল ব্যবহার করলে চুলি সিল্কি করে তোলে যেটা আপনা সুন্দর্য বৃদ্ধি করে থাকে। চুল কে ভিতর থেকে শক্ত করে ।
আর এত উপকার আপনি অন্য কোন তেলে পাবেন না ।
গোপন অঙ্গে ব্যাবহার এর উপকার
যাদের গোপন অঙ্গ বিভিন্ন সমস্যা আছে তারা মুলত কালো জিরার তেল ব্যবহার করে থাকে। এর ফলে গোপন অনেক উপকার হয় । এই তেল রাতে এক বার মালিশের ফলে অনেক উপকার হয় । যেমব ধিরে ধিরে মোটা হতে শুরু করে , সাইজ দিন দিন বড় হয় । কালোজির তেল ব্যবহাহর এ ফলে আপনার মিলন এর সময় বিদ্ধি পায় ।