মধু কালোজিরার উপকারিতা

 কালোজিরা আর মধু খাবার উপকারিতা বলে শেষ করা যাবে না । কালোজিরা আর মধু আমাদের শরিরের বিভিন্ন উপকার করে থাকে। আজকের আলোচনার বিষয় হলো মধু কালোজিরার উপকারিতা নিয়ে।

মধু কালোজিরার উপকারিতা


মধু কালোজিরার উপকারিতা

কালোজিরা আর মধুর ব্যবহার শুধু আধুনিক সভ্যতায়  এমন একদম না । মধু কালোজিরার ব্যবহার প্রচীন কাল থেকে হয়ে আসছে। মধু কালোজিরার আমাদের শরীরের অনেক রোগ নিরাময় করতে সাহায্য করে আর সেই সাথে শরীর কে সুস্থ ও সবল করতে সাহায্য করে । 
  • কালোজিরা আর মধু খাইলে সর্দি কাশি তে আরাম পাবা যায় । তার সাথে তুলসী পাতার রস আর কালোজিরা আর মধু খাইলে জ্বর, সর্দি কাশি, গলা ব্যাথা তে আরাম পাবা যায়
  • কালোজিরা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
  • কালোজিরা রক্ত সঞ্চালন করতে সাহায্য করে থাকে ।
  • হার্ট হেলথ বাড়াতে সাহায্য করে থাকে মধু আর কোলেস্টেরল এর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে।
  • মধু গলা ব্যাথা ও শ্বাসকষ্ট রোগের নিরময় হিসাবে কাজ করে থাকে ।
  • মধু ত্বকের ও চুলের জন্য অনেক উপকারি ।
  • কালোজিরা  বাতের ব্যাথা থেকে মুক্তি পেতে সাহায্য করে ।
  • মধুতে ‍গুলুকোজ ,প্রোটিন, ভিটামিন , এনজাইম আমাদের শরীরে সরবারহ করে থাকে।
  • কালোজিরা আর মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ব্যাপক ভূমিকা রাখে।

কালো জিরা আর মধু খাওয়ার নিয়ম

কালোজিরা বিভিন্ন ভাবে খাবা যায় । কালোজিরা বিভিন্ন খাবারে সাথে মিশিয়ে ও খাবা যায় । কিন্তু মধুুর সাথে কালোজিরা খাইতে হলে ১-২ চা চামস পরিমান মধু নিতে হবে সাথে অল্প পরিমান কালোজিরা নিতে হবে। আর তারপার কালোজিরা মুখের ভিতর দিয়ে ভালো করে চিবিয়ে নিতে হবে আর তারপর ১-২ চা চামস পরিমান মধু মুখে দিয়ে গিলে ফেলতে হবে । মধু আর কালোজিরা সাধারণত সকালে নাস্তার আগে খাবার নিয়ম ।
শুধু মধু খেতে হলে সকালে খালি পেটে চা  এর সাথে  মিশিয়ে খাইলে বেশি উপকার পাবা যাবে।


মধু ও কালোজিরা খাওয়ার সঠিক সময়

মধু  ভূল সময় খাইলে শরীরে সুস্থতা নষ্ট করে । মধু সকালে নাস্তার আগে খাবা সব থেকে ভালো। কালোজিরা খাবার এক ঘন্টা আগে খাবা ভালো । কালোজিরা আর মধু এক সাথে খেতে হলে সকাণে নাস্তার আগে খাইতে হবে ।


চুলে কালো জিরার তেলের উপকারিতা

চুলে কালোজিরার তেল ব্যবহার করলে অনেক উপকার আছে। কারোজিরা পুষ্টি তে ভরপুর । কালোজির তেল মাথার চুলে ব্যবহার করলে চুলের গোরা মজবুদ হবে ।
যার ফলে চুল ঝরে পরে না । কালোজিরার তেল মাথায় ব্যবহার করলে চুল সিল্কি হয়। কালো । কালো জিরার তেল ব্যবহার করলে । 


কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা কি

অনেকেই প্রশ্ন করে থাকে কালোজিরা চাবিয়ে খাইলে কি উপকার । আসল কথা কালোজিরা দুই ভাবে খাবা হয় । এক রান্নার উপকারণ বা অন্য কিছুর সাথে মিশিয়ে খাবা হয়। দুই শুধু বীজ চাবিয়ে খাবা হয় ।
এখন মূলত বীজ খাইলে চাবিয়ে খাইতে হবে। তা না হলে শুধু গিলে খাইলে কোন উপকার হবে না এমন ব্যাপর না কিন্তু অনেক অংশে কম হবে তাই চিবিয়ে খাবা দরকার ।
কালো জিরা চিবিয়ে খাওয়া হোক অর অন্য যে কোন ভাবে খাবা হোক উপকার আছে । চলুন যেনে নেই কি কি উপকার আছে ।
  • কালোজিরা খাইলে হজম শক্তি বাড়ে যা আমাদের জন্য অনেক  উপকার । অনেক ব্যাক্তি  আছে যারা হজম শক্তি  বাড়ানো জন্য   বিভিন্ন  ঔষুধ খেয়ে থাকে তাদের জন্য অনেজ উপকার কারোজিরা 
  • কালোজিরা ক্যান্সারের ঝুকি অনেক অংশে কমিয়ে ফেলে ।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রন করেতে সাহায্য করে  থাকে কালোজিরা ।
  • স্বরণ শক্তি  বৃদ্ধি করে থাকে কালোজিরা চিবিয়ে খাইলে।
  • রক্ত চাপ নিয়ন্ত্রন করতে কালোজিরা ব্যাপক উপকার করে থাকে।
  • যৌন ক্ষমতা বৃদ্ধি ‍ করতে কালোজিরা চিবিয়ে খাইতে হবে।
  • কিডনির পাথর নষ্ট করতে সাহায্য করে থাকে কালোজিরা ।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কালোজিরা চিবিয়ে খাইলে।
  • লিভারের সুরক্ষা করতে কালোজিরা চিবিয়ে খাইতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url