নবীর রওজা শরীফ দেখে মন ভরে না লিরিক্স

 গজল :- নবীর রওজা শরীফ দেখে মন ভরে না

শিল্পী :-  Abir Chowdhury, Hasan Abedi, Sohag Abedi, Kuddus Abedi , Masud

কথা ও সুর :- Wali Ullah Ashiqu

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না লিরিক্স


নবীর রওজা শরীফ দেখে মন ভরে না লিরিক্স 

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।


নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।


ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ



আরশের মেহমান করেছেন আল্লাহ,

কত শান কত মান মোর কামলীওয়ালার,

আরশের মেহমান করেছেন আল্লাহ,

কত শান কত মান মোর কামলীওয়ালার,

কত শান কত মান মোর কামলীওয়ালার


ওগো মাদিনা ওয়ালা ,

ওগো মাদিনা ওয়ালা কর করোনা,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।


ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ




জালি মোবারক দেখলে এক নজর,

নূরেতে জলমল করবে ভিতর।

জালি মোবারক দেখলে এক নজর,

নূরেতে জলমল করবে ভিতর।

নূরেতে জলমল করবে ভিতর


ওগো রউফুর রাহীম ,

ওগো রউফুর রাহীম কাছে ডাক দেও না।

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।


ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ


পৃথিবীর যত খানে যত গিয়েছি,

কম বেশী তো দুঃখ পেয়েছি,

পৃথিবীর যত খানে যত গিয়েছি,

কম বেশী তো দুঃখ পেয়েছি,

কম বেশী তো দুঃখ পেয়েছি


রওজাতে গেলে ,

রওজাতে গেলে তার দুঃখ থাকে না,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।




অলি উল্লাহ তোমার প্রেমেতে পাগল,

তোমার জন্য মোর দিবো সকল,

অলি উল্লাহ তোমার প্রেমেতে পাগল,

তোমার জন্য মোর দিবো সকল,

তোমার জন্য মোর দিবো সকল


ওগো সিরাজুম মুনীর ,

ওগো সিরাজুম মুনীর তুমি দয়া কর না,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।


নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,

দিদার দাও গো শাহে মদিনা,

দিদার দাও গো শাহে মদিনা।


ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিবল্লাহ

সরাসরি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না  শুনতে 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url