আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো Lyrics || Adhar rater chad je tumi lyrics
গজল :- আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো Lyrics
শিল্পী :- Sadman Sakib
কথা ও সুর :-Saim Al Hasan
আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো Lyrics , Adhar rater chad je tumi lyrics
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো .
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো .
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো .
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো .
ওগো মা.... ওগো মা....
ওগো মা.... ওগো মা....
জাদু মাখা মুখটি তোমার
দেখলে ভরে মন,
আদর করে ডাক যখন
ওরে খোকা শোন l
জাদু মাখা মুখটি তোমার
দেখলে ভরে মন,
আদর করে ডাক যখন
ওরে খোকা শোন l
বল যদি ছাড়বো সবই
তোমায় ছাড়বোনা,
আর কারো কোলেতে মাগো
এ প্রাণ জুড়ায় না l
ওগো মা.... ওগো মা...
ওগো মা.... ওগো মা...
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো .
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো l
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো .
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো l
ওগো মা.... ওগো মা...
ওগো মা.... ওগো মা...
তোমার মত এত আদর
কেউতো করেনা,
সবার থেকে প্রিয় তুমি,
তুমি আমার মা l
তোমার মত এত আদর
কেউতো করেনা ,
সবার থেকে প্রিয় তুমি,
তুমি আমার মা l
চলে যদি যাও কখনো
রেখে যেও না ,
মন বলে মা তোমায় ছাড়া
আমি বাঁচবো না l
ওগো মা.....ওগো মা.....
ওগো মা.....ওগো মা.....
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো,
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো l
আধার রাতের চাঁদ যে তুমি
তুমি ভোরের আলো,
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো l
ওগো মা....ওগো মা.....
ওগো মা.....ওগো মা.....