নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম

বর্তমান সময়ে নগদ বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং । এখন নগদ একাউন্ট নেই এমন লোক হয়তো খুব কম পাওয়া যাবে।

নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম


তবে মাঝে মাঝে আমাদের নগদ একাউন্টের পিন পরিবর্তন করার প্রয়োজন হয়। তবে আমরা মনে করে থাকি নগদের পিন পরিবর্তন করা একটা কঠিন কাজ। তাই আমরা অন্যদের সাহায্য নিয়ে থাকি। কিন্তু সত্য হলো নগদের পিন পরিবর্তন করা খুব সহজ।

তবে আগে জানতে হবে নগদের পিন কয়টি উপায় পরিবর্তন করা যায় এবং উপায়গুলো কি কি । নগদের পিন মূলত তিনভাবে পরিবর্তন করা যায়। 

যেমন: ১. ম্যানুয়ালি কোড ব্যবহার কর।

            ২. নগদ অ্যাপ্লিকেশন ব্যবহার করে।

            ৩. নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে।

এই তিনটি উপায় এর মধ্যে সবথেকে সহজ হল কোড ব্যবহার করে পরিবর্তন করা। কারণ কোড ব্যবহার করলে আপনার কোন টাকা খরচ হবে না। কোন ইন্টারনেট ব্যবহার করার ঝামেলা নেই। আর যেকোনো বাটন মোবাইল ব্যবহার করে কাজটি করতে পারবেন। 

তাই আজ আমরা দেখব কিভাবে কোড ব্যবহার করে নগদের পিন পরিবর্তন করা যায়। তবে জেনে নেওয়া যাক কোডটা কি। কোড টি হল *১৬৭#  । এই কোডটি ব্যবহার করে নগদের সকল লেনদেনের কাজ করতে পারবেন।

নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম

১..নগদের পিন পরিবর্তন করতে প্রথম *১৬৭# এই কোডটি ডায়াল করতে হবে।এবং যে সিম দিয়ে নগদ খোলা সেই সিম দিয়ে কল দিতে হবে। 
তারপর আপনার ছবির মত এমনটা চলে আসবে।
নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম



২. তারপর খালি জায়গায় 8 পাতিয়ে Send  চাপ দিতে হবে। তারপর আপনি দেখতে পাবে নিচে ছবির মত চলে আসছে।
নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম



৩. খালি জায়গাটিতে 2 বসাতে হবে ।তারপর  Send  চাপ দিতে হবে। তারপর দেখা যাবে ছবির মত এমনটা আসছে।

নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম



৪. এখানে আপানার বর্তমান পিন টি বসাতে হবে। তারপর  Send  চাপ দিতে হবে। তারপর নিচের ছবির মত আসবে।

নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম



৫. এখানে আপনি নতুন যে পিন টি দিতে চান সেটা দিতে হবে। আর সেটি চার অক্ষর এর পিন হতে হবে। তারপর  Send  চাপ দিতে হবে। তারপর নিচের ছবি দেখুন।

নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম



৬. এখানে আপনার সেই নতুন পিন টি আবার বসাতে হবে। তারপর  Send  চাপ দিতে হবে। 


এখন আপনার পিন টি পরিবর্তন করা হয়ে গেলে ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url