নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম
বর্তমান সময়ে নগদ বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং । এখন নগদ একাউন্ট নেই এমন লোক হয়তো খুব কম পাওয়া যাবে।
তবে মাঝে মাঝে আমাদের নগদ একাউন্টের পিন পরিবর্তন করার প্রয়োজন হয়। তবে আমরা মনে করে থাকি নগদের পিন পরিবর্তন করা একটা কঠিন কাজ। তাই আমরা অন্যদের সাহায্য নিয়ে থাকি। কিন্তু সত্য হলো নগদের পিন পরিবর্তন করা খুব সহজ।
তবে আগে জানতে হবে নগদের পিন কয়টি উপায় পরিবর্তন করা যায় এবং উপায়গুলো কি কি । নগদের পিন মূলত তিনভাবে পরিবর্তন করা যায়।
যেমন: ১. ম্যানুয়ালি কোড ব্যবহার কর।
২. নগদ অ্যাপ্লিকেশন ব্যবহার করে।
৩. নগদ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে।
এই তিনটি উপায় এর মধ্যে সবথেকে সহজ হল কোড ব্যবহার করে পরিবর্তন করা। কারণ কোড ব্যবহার করলে আপনার কোন টাকা খরচ হবে না। কোন ইন্টারনেট ব্যবহার করার ঝামেলা নেই। আর যেকোনো বাটন মোবাইল ব্যবহার করে কাজটি করতে পারবেন।
তাই আজ আমরা দেখব কিভাবে কোড ব্যবহার করে নগদের পিন পরিবর্তন করা যায়। তবে জেনে নেওয়া যাক কোডটা কি। কোড টি হল *১৬৭# । এই কোডটি ব্যবহার করে নগদের সকল লেনদেনের কাজ করতে পারবেন।