17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২৪
যাদের বাজেট মাত্র ১৭০০০ হাজার টাকা। আর ১৭০০০ টাকার ভিতরে একটি ভালো মোবাইল খুলতেছে ।কিন্তু বুঝতে পারছেন না ফোনটা দিলে ভালো হবে। তাদের জন্য আজ এই পোস্টটি লেখা হয়েছে।
সাথে থেকে পোস্টটি পড়তে থাকুন ।তবে বুঝতে পারবেন কেন এই ফোন গুলো আমরা সিলেক্ট করেছি এবং এই ফোন গুলো কেন ভালো ।
17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ
আপনার যদি বাজেট হযে থাকে ১৭০০ টাকা। আর এই বাজেটের ভিতরে ভালো ক্যামেরা এবং একটি গেমিং ফোন খুজতেছেন। আর ভালো গেম প্লে করার জন্য দরকার হয় ভালো একটি প্রসেসর। যদি প্রসেসরটা গেমিং হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনাদের জেনে রাখা ভালো ক্যামেরা যতটা গুরুত্ব পূর্ণ ছবি তোলার জন্য ততটাই গুরুত্বপূর্ণ প্রসেসর। কারণ প্রসেসরের মাধ্যমে ক্যামেরা ছবিটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে।
১৭০০ হাজার টাকা বাজেটের মধ্যে বেশ কিছু মোবাইল আছে বাংলাদেশে। কিন্তু আমার মতে সব মোবাইল পারফেক্ট না ১৭ হাজার টাকার ভিতরে।
আপনি মোবাইল কিনতে গেলে বিক্রেতা আপনাকে অনেক ধরনের মোবাইল দেখাতে পারে। তখন হয়ে যায় সব থেকে বড় ভুল। অনেক মোবাইল দেখে আমরা বুঝতে পারি না কোনটি দেওয়া উচিত।
আর তখন আমরা একটি ভুল মোবাইল সিলেক্ট করি। যেটির মাশুল আমাদের সারা জীবন দিতে হয়।কারণ আমরা গরিব মানুষ মোবাইল খারাপ হলে সাথে সাথে পরিবর্তন করতে পারি না।
আমার মতে, 17000 টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশে পাবা যায় এমন কয়টি মোবাইল হল:
Realme c55
infinix hot 12 6/128
tecno spark 8 pro
redmi note 11
realme narzo 50
কেন এই মোবাইলগুলো ১৭ হাজার টাকার মধ্যে সেরা তা জানতে পড়তে থাকুন।
আমি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব কারণ এটি কোন রিভিউ পোস্ট না।
17000 টাকায় কেন Realme c55
- প্রথমত ফোনটির দাম ১৬৯৯৯ টাকা। ৬/১২৮ জিবি।
- অ্যান্ড্রয়েড ভার্সন ১৩
- মোবাইলটি ডিসপ্লে ফুল এইচডি প্লাস
- back camera দুইটা । একটি ৬৪ মেগাপিক্সেল আর একটি ২ মেগাপিক্সেল।
- সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সের
- 500 mah ব্যাটারি। সাথে আছে ৩৩ ওয়ার্ডের ফাস্ট চার্জার।
- প্রসেসর হল Mediatek Helio G88 (12NM)
- আর সকল সুবিধা অন্য সকল অ্যান্ড্রয়েড ফোনের মত পেয়ে যাবেন।
১৭০০০ টাকায় কেন hot 12
- প্রথমত মোবাইলটির দাম ১৬৪৯৯ টাকা। ৬/১২৮ জিবি।
- ফোনের ডিসপ্লে ফুল এইচডি প্লাস ৭২০*১৬ ১২ পিক্সেল
- ডিসপ্লে রিফ্রেস ৯০ Hz
- Back camera তিনটি । ১৩+২+০.৩মেগাপিক্সেল । সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
- 500 mah ব্যাটারি। সাথে আছে ১৮ ওয়ার্ডের ফাস্ট চার্জার।
- প্রসেসর হল Mediatek Helio G5 (12NM)
- আর সকল সুবিধা অন্য সকল অ্যান্ড্রয়েড ফোনের মত পেয়ে যাবেন।