মা ফাতেমার নয়ন মনি লিরিক্স | Ma fatema nayan moni Lyrics | Bangla Gojol Download
গজল :- Ma Fatemar Noyon Moni , মা ফাতেমার নয়ন মনি লিরিক্স
শিল্পী :- Rajiya Risha
লিরিক্স :- Sayer Nazim Uddin Noori
মা ফাতেমার নয়ন মনি লিরিক্স | Ma fatema nayan moni Lyrics
মা ফাতেমার নয়নমণি, হযরত আলীর জান ,
ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ।
দয়াল নবীর জবানে কারবালার বয়ানে
আওলাদে রসূল শহীদ হবে হাদীসে প্রমাণ ।
ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে
হাসান-হোসাইন কান্দে নানা পোশাক দাও বলে
দয়াল নবী করল দোয়া ওগো রাব্বানা
জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাওনা
লাল সবুজের সেই পোশাকে,কারবালারই শান ।
লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে
সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে
সিমার যখন করবে জবাই নিজেরও হাতে
মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে,
হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ।
নবীর আওলাদ নূহের কিসতি নবীজির বয়ান
আবু যর গিফারী হাদীসে প্রমাণ
জীবন দিবে ঈমান পাবে সুন্নীদের পথে
জান্নাতের তোর জায়গা হবে হোসাইনের সাথে
সুন্নী জনতা গ্রহণ কর নবীজিদের আহ্বান ।